AlokitoBangla
  • ঢাকা রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৯ কার্তিক ১৪২৮

মরহুম মোহা. নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালনে পিপুলবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল


FavIcon
জহুরুল ইসলাম,(নিজেস্ব প্রতিবেদক) সিরাজগঞ্জ:
প্রকাশিত: জুন ১৮, ২০২১, ০৭:৫৮ পিএম
মরহুম মোহা. নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালনে পিপুলবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
মরহুম মোহা. নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালনে পিপুলবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

বর্ষিয়ান নেতা মরহুম আলহাজ মোহা. নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে মরহুমের  রুহের মাগফিরাত কামনায় ৫ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাগবাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মনজুর মোর্শেদ সজলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ জুম্বা পিপুলবাড়িয়া ঈদিল কাদীল ইসলাহুল উম্মাহ হাফিজিয়া কওমি মাদরাসায় স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত আলহাজ মোহা. নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালনে মাস ব্যাপি কর্মসুচী পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাগবাটী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.ইউসুব আলীর উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুব জুয়েল। এ সময় সিরাজগঞ্জ কাজিপুর- ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় মুঠো ফোনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজক ৫ ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন-আমার বাবা আওয়ামী রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শকে অম্লান রেখে সিরাজগঞ্জ বাসির ভাগ্য পরিবর্তন ও সিরাজগঞ্জকে একটি মডেল জেলা হিসাবে নজির বিহিন উন্নয়নের স্মৃতি রেখে পরলোকগমন করেছেন।  সবাইকে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী তালুকদার।এ সময় ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহা. আলী জিন্নাহ, বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মানিক খানসহ রতনকান্দি,বাগবাটী, ছোনগাছা, মেছড়া, ও বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম আলহাজ মোহা. নাসিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য মরহুম আলহাজ মোহা. নাসিম গত ১৩ জুন ২০২০ ইং তারিখে মৃত্যুবরণ করেন।  

 

Side banner

প্রবাস বিভাগের আরো খবর

Small Banner