প্রথম দিনেই ক্যাডমোর ঝড়, জয় ডেকান-নিউ ইয়র্কের
আবুধাবি টি টেনের প্রথম দিন প্রথম ম্যাচেই ঝড় তুলেছেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের টম কোহলার ক্যাডমোর। তার ঝড়ো ফিফটিতে ভর করে নিউ ইয়র্ক ওয়ারিয়র্সের বিপক্ষে ২২ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। অপর ম্যাচে স্যাম্প আর্মির বিপক্ষে ৯ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নর্দান ওয়ারিয়র্স।
নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে