AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

ভারতের বিরুদ্ধে এবার টস জালিয়াতির অভিযোগ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৬:৪১ পিএম
ভারতের বিরুদ্ধে এবার টস জালিয়াতির অভিযোগ
ভারতের বিরুদ্ধে এবার টস জালিয়াতির অভিযোগ

২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত নানা অভিযোগে অভিযুক্ত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজার দাবি, ভারতীয় বোলারদের বিশেষ বল সরবরাহ করা হয়। এরপর অভিযোগ উঠেছে, আইসিসি’র অনুমতি ছাড়াই সেমিফাইনালে নিজেদের সুবিধা মতো পিচ বেছে নেয় ভারতীয়রা। এবার টস জালিয়াতির অভিযোগ উঠলো ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে। 

বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে টানা ৯ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত ভারতের বিরুদ্ধে টস জালিয়াতির অভিযোগ তোলেন। পাকিস্তানি টিভি চ্যানেল জিও সুপারকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের হয়ে ২৬টি টেস্ট ও ২৭ ওয়ানডে খেলা এই সাবেক পেসার বলেন, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রা একটু দূরে ফেলে, প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে। নিজের চাওয়া অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’ সিকান্দার বখতের মন্তব্য অনুযায়ী বোঝাই যাচ্ছে, টসের সময় দুই অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকা  অফিসিয়ালরা  ভারতীয়দের সুবিধা দেয়।

সিকান্দার বখতের দাবির যৌক্তিকতাও রয়েছে। আইসিসির আইন অনুসারে, আয়োজক দলের অধিনায়ক হওয়ায় টসের সময় কয়েন ছোড়ার দায়িত্বটা রোহিতের কাঁধেই পড়ে। অর্থাৎ, চাইলেই কয়েন দূরে ফেলার সুযোগ থাকছে ভারতীয় অধিনায়কের।

বিশ্বকাপে দুই দলই সফরকারী হলে ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেন, কোন অধিনায়ক টস ছুড়বেন। 
বিশ্বকাপে দশ ম্যাচ খেলে ৫০ শতাংশ টস জিতেছেন রোহিত। যদিও গুরুত্বপূর্ণ ৫টি ম্যাচে- নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, রাউন্ড রবিন লীগে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে  টস জেতে ভারত। 
 

Banner
Side banner
Side banner