AlokitoBangla
  • ঢাকা সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩১ শ্রাবণ ১৪২৯

জর্দি আলবা করোনা পজিটিভ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৫:৫৮ পিএম
জর্দি আলবা করোনা পজিটিভ
জর্দি আলবা করোনা পজিটিভ

করোনায় আক্রান্ত হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ লেফট-ব্যাক জর্দি আলবা। ক্লাব সূতে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। লা লিগা ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জর্দি আলবা করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ কারনে মঙ্গলবারের অনুশীলন সেশন থেকে তিনি বাদ পড়েছেন। আলবার শরীরে কোনো ধরনের উপস্বর্গ নেই এবং তিনি বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন। আলবার আগে এ সপ্তাহে বার্সেলোনার আরো দুই খেলোয়াড় ফরাসি ক্লেমেন্স ল্যাঙ্গেল্ট ও ব্রাজিলিয়ান ডানি আলভেসও করোনা পজিটিভ হয়েছিলেন। বর্তমানে লা লিগা টেবিলের সপ্তম স্থানে থাকা বার্সেলোনা বড়দিন ও নতুন বছরের ছুটির পর প্রথম ম্যাচ খেলতে রোববার রিয়াল মায়োর্কা সফরে যাবে।বেশ কয়েকটি স্প্যানিশ ক্লাবে কোভিড পজিটিভ কেস ধরা পড়লেও এ পর্যন্ত কোনো ম্যাচ স্থগিত করা হয়নি। এর আগে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ শিবিরেও করোনার হানার তথ্য পাওয়া গেছে।

Side banner