AlokitoBangla
  • ঢাকা রবিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২৩ মাঘ ১৪২৯
banner

আইএল টি-টোয়েন্টির অফিসিয়াল পার্টনার ফেয়ারপ্লে নিউজ


FavIcon
সুলেমান জাযিব,আবুধাবি, প্রতিনিধি:
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৬:৪৮ পিএম
আইএল টি-টোয়েন্টির অফিসিয়াল পার্টনার ফেয়ারপ্লে নিউজ
আইএল টি-টোয়েন্টির অফিসিয়াল পার্টনার ফেয়ারপ্লে নিউজ

ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টির জন্য সবশেষ ব্র্যান্ড হিসেবে যুক্ত হলো খ্যাতনামা স্পোর্টস নিউজ নেটওয়ার্ক ফেয়ারপ্লে নিউজ।

ফেয়ারপ্লে নিউজ ইন্টারনেটের খেলাধুলার সংবাদ নেটওয়ার্কের কাতারে অন্যতম বড় ও শীর্ষস্থানীয় নাম। ম্যাচের তাৎক্ষণিক সবশেষ খবর, স্কোরবোর্ড, সাধারণ তথ্য ও খেলোয়াড়দের এক্সক্লুসিভ বাইট প্রচার করে। উৎসুক ক্রীড়াপ্রেমীদের কৌতূহল মেটাতে সব ধরনের তথ্য তারা দিয়ে থাকে।

সম্প্রতি নারী ও পুরুষ এশিয়া কাপে শ্রীলঙ্কা জাতীয় দলের খবরসহ বিভিন্ন লিগগুলোতেও অংশগ্রহণ ছিল ফেয়ারপ্লে নিউজের। প্রতিষ্ঠার পর থেকে ফেয়ারপ্লে গ্রুপ ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে এবং ক্রীড়াবিশ্বে সুখ্যাতি অর্জন করে।

ফেয়ারপ্লে নিউজের এক প্রতিনিধি বলেন, ‘খেলাধুলার চেতনায় আমরা প্রচণ্ড বিশ্বাসী এবং ক্রীড়াবিশ্বকে একত্রিত করতে চাই। আইএল টি-টোয়েন্টির অংশ হতে পেরে আমরা আনন্দিত এবং আমাদের অন্তর্ভুক্ত করায় লিগকে ধন্যবাদ জানাই।’

নগদ অর্থের সঙ্গে ফেয়ারপ্লে নিউজ প্রতি ম্যাচ শেষে একজন খেলোয়াড়কে ‘বিগেস্ট হিট অব দ্য ম্যাচ’ পুরস্কার দেবে।
 

 

Banner
Side banner
Side banner