AlokitoBangla
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
banner

আবুধাবিকে বিদায় করলো দুবাই


FavIcon
সুলেমান জাযিব,আবুধাবি, প্রতিনিধি:
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ১২:৪৩ পিএম
আবুধাবিকে বিদায় করলো দুবাই
আবুধাবিকে বিদায় করলো দুবাই

দুবাই ক্যাপিটালস ৭ উইকেটে জিতে আবারও দুই পয়েন্ট আদায় করলো। আর আবুধাবি নাইট রাইডার্স সবার আগে আইএল টি-টোয়েন্টি থেকে বিদায়ের খাতায় নাম লিখলো। কোনো লড়াই তারা করতে পারেনি, অন্যদিকে দুবাই দারুণ শুরু করে।

মাত্র ১৫০ রানের লক্ষ্যে নেমে নিরোশান ডিকবেলা পাওয়ার প্লেতে শক্ত ভিত গড়ে দেন। দলীয় স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করে ফিরে যান লঙ্কান ব্যাটসম্যান, করেন ২২ বলে ৩৭ রান। এরপরই ঝড় তোলেন জর্জ মানসি। সুনীল নারিনের প্রথম ওভারে তোলেন ১৬ রান। স্কটিশ ব্যাটসম্যান চমৎকার ইনিংস খেলে ফিফটি আদায় করেন। তবে শেষ করে যেতে পারেননি। ৪৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৭ রান করেন।

দাসুন শানাকা ২২ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। রভম্যান পাওয়েল ১৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন, ইনিংস শেষ করেন দ্বিতীয় ছক্কা মেরে। ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৫০ রান করে দুবাই।

আগে ব্যাট করতে নেমে আবুধাবি সুবিধা করতে পারেনি। অ্যাডাম জাম্পা ৩ উইকেট নিয়ে তাদের ব্যাটিং অর্ডার নড়বড়ে করে দেন। জো ক্লার্ক ২৭ বলে ৫২ রান করেন। তার ইনিংসই ছিল সর্বোচ্চ। শেষ দিকে নারিনের ১৩ বলে ২৩ রানের ইনিংসে ১৪৯ রানে থামে আবুধাবি। ৯ উইকেটে এই রান সংগ্রহ করে তারা।

১৬ রান দিয়ে সর্বোচ্চ উইকেট নিয়ে ম্যাচসেরা জাম্পা। দুটি করে উইকেট নেন হজরত লুকমান ও আকিফ রাজা।

৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখলো পঞ্চম স্থানে থাকা দুবাই। সমান খেলে মাত্র ১ পয়েন্ট আবুধাবির।

Banner
Side banner
Side banner