AlokitoBangla
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
banner

বিসিবির বড় পরিকল্পনা, তালিকায় আছেন ২ ডজন ক্রিকেটার


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৯:১৬ পিএম
বিসিবির বড় পরিকল্পনা, তালিকায় আছেন ২ ডজন ক্রিকেটার
বিসিবির বড় পরিকল্পনা, তালিকায় আছেন ২ ডজন ক্রিকেটার

টি-টোয়েন্টি ক্রিকেট বরাবরই বাংলাদেশের জন্য এক হতাশার নাম। কখনো কখনো সফলতার মুখ দেখলেও, প্রায় সময়ই আটকে যেতে হয় ব্যর্থতার বেড়াজালে। তবে এহেন অবস্থা থেকে মুক্তি পেতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে তারা। যার সুবাদেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে এত পরিবর্তনের ছোঁয়া।

মূলত বিপিএল থেকে উঠে আসা ক্রিকেটারদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিসিবির। ফলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম, শামীম পাটোয়ারী, রনি তালুকদাররা। শুধু তারাই নয় আরো ২২ থেকে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর।

নান্নু বলেন, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েনন্টি খেলবো। তাই একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেক খেলোয়াড় ভালো পারফর্ম করেছে, তাদের সুযোগ করে দেয়া। এটা মাথায় রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। বিপিএলে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’

অতঃপর নান্নু আরো যোগ করেন, ‘আমরা আরো একটা বিষয় হাতে নিয়েছি। আমরা আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। তাদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনায় থেকে এগিয়ে যাব।'

পরিকল্পনাটা যখন ভবিষ্যৎ সম্পর্কিত, তখন ৩২ বছর বয়সী রনি তালুকদারের জায়গা পাওয়াটা কি পরিকল্পনারই অংশ কিনা? এমন প্রশ্নের উত্তরে মিনহাজুল আবেদিন নান্নুর জবাব শুধুই ফিটনেস। ফিটনেসের জন্যই আট বছর পর জাতীয় দলে ফিরতে পেরেছেন রনি তালুকদার।

তিনি বলেন, ‘বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটাই খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এতো বেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সাথে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। ফলে সবার জন্যই এটা একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছেন তাদের জন্য- যে বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

 

 

Banner
Side banner
Side banner