AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
banner

জনসংখ্যা নিয়ন্ত্রণে বাল্যবিয়ে রোধের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৯:০৭ পিএম
জনসংখ্যা নিয়ন্ত্রণে বাল্যবিয়ে রোধের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রতিবছর আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিপুল এ জনসংখ্যা নিয়ন্ত্রনে বাল্যবিবাহ রোধ করতে হবে।বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে কাওরান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের যে জনসংখ্যা আছে তাদের প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কিন্তু যদি জনসংখ্যা বাড়তে থাকে, তাহলে সেটি সম্ভব নয়। তবে জনসংখ্যা অবশ্যই সম্পদ।তাদেরকে শিক্ষা, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শেষ পর্যায়ে কর্মেরও ব্যবস্থা করতে হবে। আমাদের শিল্প বাড়ছে, তার চেয়ে জনসংখ্যা আরও বেশি বাড়ছে। আমাদের প্রকৃতির ভারসাম্যও নষ্ট হচ্ছে। বন্যা হচ্ছে, খরা হচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে।সম্প্রতি সিলেটে বন্যায় অসংখ্য মানুষ দরিদ্র হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে ফসলি জমি, রাস্তাঘাট নষ্ট হয়েছে। এভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। এই অবস্থায় জনসংখ্যা বাড়তে থাকলে বিপদে পড়তে হবে।স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সিহান আরা বানুসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদের উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন জেলা উপজেলা থেকে জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনার বিভিন্ন কর্মকর্তাদের কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের সাতজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

Banner
Side banner
Side banner