AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৩:৩৩ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউস সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে। গত বছরের আগস্টেও ৭২ বছর বয়সী জিল বাইডেন করোনায় আক্রান্ত হয়েছিলেন।মার্কিন ফার্স্ট লেডির মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানান, ৭২ বছর বয়সী ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনার মৃদু উপসর্গ রয়েছে। ডেলাওয়ারের রেহোবোথ বিচে নিজেদের বাড়িতেই থাকবেন তিনি। বাইডেন গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের কোনো উপসর্গ দেখা দিচ্ছে কি না সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে এবং চলতি সপ্তাহেই নিয়মমাফিক চেকআপ করাবেন তিনি।এর আগে জুলাইয়ে আক্রান্ত হন ৮০ বছর বয়সী জো বাইডেন।

 

Banner
Side banner
Side banner