দক্ষিণ লোহিত সাগরে ইসরাইলি ব্যবসায়ীর আংশিক মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। জাহাজটি তুরস্ক থেকে ভারত যাচ্ছিল।
রোববার বিষয়টি জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।তারা এ ঘটনার জন্য দায়ী করছে ইরানকে।
বাহামা-পতাকাযুক্ত গ্যালাক্সি লিডার কার্গো জাহাজটি একটি জাপানি কোম্পানির কাছে ইসরাইলি রামি উঙ্গারের আংশিক মালিকানাধীন একটি ব্রিটিশ কোম্পানি থেকে লিজ নেয়া হয়েছিল।
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, জাহাজটি কোনো ইসরাইলি ছাড়াই আন্তর্জাতিক বেসামরিক ক্রু নিয়ে তুরস্ক থেকে ভারতের দিকে যাচ্ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত। জাহাজটিতে ইউক্রেনিয়, বুলগেরিয়ান, ফিলিপিনো এবং মেক্সিকানসহ ২৫ জন ক্রু সদস্য রয়েছে। কোনো ইসরাইলি জাহাজে ছিল না।
এদিকে বিপর্যস্ত গাজা উপত্যকায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী।
এর আগে, হাউছি বিদ্রোহীরা বলেছিল, তারা লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলি জাহাজগুলোতে আক্রমণ করবে।গণমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ কথা জানিয়েছিল।
বিদ্রোহী গোষ্ঠীর নেতা আবদুল মালিক আল-হুউছি বলেছেন, তারা ইয়েমেনের আঞ্চলিক সীমার কাছে ইসরাইলি জাহাজগুলোর জন্য ‘নিরীক্ষণ ও অনুসন্ধান’ চালাবে।
আপনার মতামত লিখুন :