AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ১২


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৬:৫৬ পিএম
গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ১২
গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ১২

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় হামলা চালানোর পর ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে টানা হামলায় এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসক ও রোগীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

গাজার উত্তরাঞ্চলে অন্যতম বড় হাসপাতাল হলো ইন্দোনেশিয়ান হাসপাতাল। কর্তৃপক্ষের অভিযোগ, রোববার (১৯ নভেম্বর) কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই ট্যাংক নিয়ে হাসপাতালটি ঘিরে ফেলে ও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ট্যাংকগুলো এখনো হাসপাতাল ঘিরে রেখেছে।

এখন পর্যন্ত ইসরায়েলের টানা হামলায় গাজা ও পশ্চিম তীরের বেশ কয়েকটি হাসপাতাল ধ্বংস হয়েছে। সর্বশেষ হামলায় আল-শিফা হাসপাতালটিকে গণকবরে পরিণত করেছে ইসরায়েল। শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

গাজা থেকে আল–জাজিরার প্রতিনিধি সাফওয়াত আল কাহলুত বলেছেন, মনে হচ্ছে আল–শিফা হাসপাতালে যা ঘটেছে ইসরায়েলি বাহিনী তারই পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে এবার ইন্দোনেশিয়ান হাসপাতালে। তারা ইন্দোনেশিয়ান হাসপাতালটিও দখল করে নিতে পারে।

ইসরায়েলের হামলায় হাসপাতালটির জেনারেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এমনকি হামলার সময় মোবাইল ফোনের আলো ব্যবহার করে রোগীদের অপারেশন করতে হয়েছে।

ইসরায়েলের হামলায় হাসপাতালের তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, হাসপাতালটির অবস্থা ঝুঁকিপূর্ণ।

Banner
Side banner
Side banner