জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার বোর্ড অব গভর্নরদের এক বিবৃতিতে রাফায়েল গ্রোসি বলেন, এটা (চলমান হামলা) চলতে পারে না।
তবে সর্বশেষ তথ্যমতে, ইউক্রেন বলছে- প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা এর মধ্যে ৩৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যার মধ্যে ৮টি ড্রোনও রয়েছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে রাশিয়া বলেছে, তারা এই হামলায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এদিকে, ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে, বিশেষ করে উত্তরের খারকিভ থেকে দক্ষিণের ওদেসা, পশ্চিমের জাইটোমি থেকে রাজধানী কিয়েভে হামলা হয়েছে। ৮০টি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইতিমধ্যে এই হামলার এক বছর পেরিয়ে গেছে। চলমান এই যুদ্ধে উভয় পক্ষে লাখো সেনা হতাহত হয়েছেন। যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো ইউক্রেনীয়।
আপনার মতামত লিখুন :