কবিতা
এক টুকরো কাগজ
ওই শেষবার বলে ছিলাম
আগলে রেখো,
এতোটাই আগলে রাখলে
সব ছেড়ে পালিয়ে গেলে।
চাইলে একটা খাম, কয়েকটা শব্দ!
কি জানি কোন দ্রৈব টানে হবে তুমি মুক্ত,
বলে ছিলে যে ছায়া দেয়
সে খোঁজে না আশ্রয়।
যদি হৃদয়ের রঙ ধূসর নীলই প্রিয়
তবে সবুজের মাঝে কেন নাইতে এলে?
জানোই