ভাষার মাসের প্রেমিক
ভাষার মাসের প্রেমিক আমরা,স্লোগানে যে মুখর।
ঢাকা শহর বিল বোডে যে,ইংরেজ ভালো ফলন।।
মুখে মুখে নীতি কথা,বাংলা এখন এতিম।
ইংরেজ ছাড়া সবে মিছে,যোগ্যতা যে বিলিন।।
বাংলা এখন গরিব ভাষা,চাষা ভুষা তারা।
ইংরেজ বাবু অফিস করে,কোট টাই পড়া।।
গ্রামের ছেলে পিছে পড়ে,সকল ক্ষেতে তারা।
ভাষার জন্য এত গর্ব,আগুন ঝড়া কথা।।
শহর জুড়ে ভরে গেছে,ইংরেজ ভাষার শিক্ষা।
চাষা ভুষার এই গ্রামে,ইংরেজ