খোলা চিঠি পিতার কাছে
শ্রদ্ধেয় আব্বাজান,
শত সহস্র সালাম গ্রহণ করিবেন।পর সমাচার আপনি ভালো আছেন। বড্ডো অভাবে পড়িয়া লিখিতে বসিলাম। পত্রখানা যখন পঠিত করিবেন কিঞ্চিৎ হাস্য ছাড়িয়া লইবেন। পত্র কথ্য উল্লেখশ্রাবণমাত্র চিন্তায় পড়িয়া যাইবেন। আপনার একমাত্র বৎস্য কি চাহাইতে পারে । তাহা আপনার বোধগম্য।অন্তঃকরণ বায়ূশখা লাগিয়া যাইবে। তা আমি পরোক্ষ করিতে পাইতাছি। খড়