AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৪ আষাঢ় ১৪২৮
কবিতা

প্রজ্জ্বলিত পুরুষ


FavIcon
কণিকা মির্জা কণা:
প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৭:০৪ পিএম
প্রজ্জ্বলিত পুরুষ
প্রজ্জ্বলিত পুরুষ

আমি দেখেছি কতো, রক্তাক্ত প্রেমিকের চোখ
বৃষ্টি হয়ে ঝরতে অবিরত,
ভালোবাসার বিশালতা ম্লান করে প্রতিনিয়ত
ক্লান্ত দেহে বিরহবাদী সম্মেলন।

আমি দেখেছি, কাপা ঠোঁটে ,ভীরু চোখে
প্রেমারতি দ্বীপ জ্বেলে অনন্তকাল দৌড়াতে,
প্রেয়সীর মুখে হাসি ফোটাতে অব্যাক্ত বেদনে
ঋতু, মাসে ফাগুনে ফাগুনে।

আমি দেখেছি, অক্লান্ত পরিশ্রম তপ্ত বাহুতে
ফসলের মাঠে,ভরা যৌবনে বিষন্নতার চাদরে,
দেখেছি সুদূর থেকে মুগ্ধ নয়নে
বিরতিহীন ব্যাস্ততায় ফসল উনয়নে।

প্রেমিক দেখেছি, প্রেয়সীর ঠোঁটে চুমু এঁকে
ছুটে চলা শহরের অলিগলি, রাস্তায়, অফিসে,
রক্তাক্ত চোখ শুকিয়ে সূর্যে, অক্লান্ত পরিশ্রমে
স্বপ্নবিষ্ট প্রেয়সীর হৃদয় দর্শনে।

আমি দেখেছি, প্রেমিক কত শতে
সোনালী ধানের ক্ষেতে উত্তপ্ত রোদে,
আঙুলে আঙুল ছুঁয়ে চালিয়ে লাঙ্গলে
ঘামে ভেজা তপ্তদেহে দুর্মর দিন গুলিতে।

লাল সূর্যে লাল আগুনে পুরুষ প্রজ্জ্বলিত
নিকষকালো অন্ধকারে নারী চাঁদের আলো,
নির্বাক ভালোবাসা ভরে থাক আজীবন
দৃষ্টির প্রপাতে ফোলে ফোলে উঠুক ভরা যৌবনে।

 

Side banner