AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner
কবিতা

এসো দুজন মিলে


FavIcon
আদিত্য রহমান
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৮:৫০ এএম
এসো দুজন মিলে
এসো দুজন মিলে

এসো দুজন মিলে এক হই

ঘর বাঁধি নদীর তীরে অথবা আম বাগানের

নির্জনতম স্থানে। 

তোমার আমার ভালবাসায় আসুক এক দেব সন্তান 

দুজনের ছোট্র ঘরে অভাব অনটন থাকলেও

প্রেম সহমর্মিতা সহানুভূতি থাকুক পরিপূর্ণ রূপে।

আমাদের ঘর হবে স্বর্গে থাকা এক কুঁড়ে ঘর

যেখানে ঈশ্বর বাস করে ন।

সেখান থেকে পবিত্রতা বিশুদ্ধতা অমৃত সুঘ্রাণ 

আর আলো এসে আলোকিত করবে। 

তুমি আমি এক গ্রহের দুটি অংশ 

যা পৃথিবীর দুই প্রান্তে ছড়িয়ে রয়েছি, 

এসো দুজন মিলে এক হই ;

মহাবিশ্বের বুকে এক নতুন ঠিকানা গড়ি । 

Banner
Side banner
Side banner