AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
banner
কবিতা

সংগ্রামী জীবন


FavIcon
কণিকা মির্জা কণা:
প্রকাশিত: জুন ১০, ২০২১, ১০:৩১ পিএম
সংগ্রামী জীবন
সংগ্রামী জীবন

জীবনের দীর্ঘতম পথ ছিল গরমিল
অবাক নির্বাক মনে হয়ে রই চুপ।
বহুদূর হেটেছি একা সু'জন বিহীন
রাত্রি গুলো কেটেছে নির্ঘুম।
যন্ত্রণার বালুচর ঘেটে পেয়েছি
নিস্তব্ধ নির্বিকার গল্প সংগ্রামী।
জীবনের গতিময় ছন্দগুলো হারিয়ে
দূরপ্রান্তে লেগেছে দ্বন্দ্বে।
ছন্দ পতন জীবন আজ চোরাবালিতে
বন্ধন ছিড়ে নরবরে বাঁধন।

সংগ্রামী জীবন আজ ভীষণ উদ্দোমী
অন্তহীন পথে ছুটছে বল্গাহীন চিত্রা হরিণী।
সাইক্লোন পেড়িয়ে যাবো শেষ পথে
কোথায় জানি তার শেষ ইতি টেনে।
কোন পথে ছুটছে জীবন
কোথায় থামবে কোথায় ঠিকানা।
নিয়তির স্ফুলিঙ্গে সংগ্রামী দেহ অঙ্গার
মেনে নেওয়া নয় আর।

সংগ্রামী জীবনের আরেক নাম আত্মার আত্মীয়তা।

 

Banner
Side banner
Side banner