সেই তুমি অনলাইনে
কথা হলো দু–ঘন্টা আগে,
ক্রিংক্রিং কলিংবেল বাজলো
ভাবলাম তুমি এলে।
এভাবে হেয়ালি করে কি পাও?
আমাকে কল্পনার রাজ্যে হারাও,
দেখ লাল টিপ পরেছি, হাতে মেহেদী
বেনারশীটা ভীষণ টানছিল আমায়–
তাই ওকে জরিয়ে তোমার গন্ধে আকুল
মনে পরে? সেই প্রথম দিন, প্রথম হাতে হাত,
এক কিশোরী কেবল কৈশর পেরিয়ে যৌবনে
আজ বড্ড মনে পরে গেল তোমাকে।
ইনবক্সে তোমার সাথে কথপোকথন
তুমি বুঝতে পারোনি আমার লেখা শব্দ ধ্বনি,
সেই তোমার ঠাঁই দাঁড়িয়ে থাকা
আর আমি নিরব অভিমানী।
আবারও কলিং বেল রাত ৯টা বাজে
এবার বাড়িওয়ালা ভুল করে–
নাহ! আজ আর ঘুমাবো না
খুব করে সাজবো–এলো চুলে।
বারান্দায় দাঁড়িয়ে জোনাকির নাচ দেখবো
আজ সব ঝিঝিপোকার গান শুনবো,
চাঁদকে বলব ডুবে যাও ঘোর অন্ধকারে
সে যেন না দেখে আমাকে।
রাত ১২টা বেজে ৩০মিনিট
ফোন অন করতেই মেসেজ,
ছলছল নয়নে অবাক চোখে আমি
–রাত জেগে না থেকে ঘুমিয়ে যেও তুমি।
তবে কেন এলে না
কেন এমন ভালোবাসা–
তুমি আসবে বলে এ সাঁজ
জোনাকির নাচ ঝিঝিপোকার গান।
একটার পর একটা রজনী হারাবে পাকে–
তাই হোক তবে ভালোবাসা যাক ডুবে,
স্রোতে ভেসে আর কখনো
না ফিরুক কূলে.......।
আপনার মতামত লিখুন :