ব্যার্থ মিলনে চোখ জানে
কাঁদতে কোন শ্রাবণ লাগেনা,
মরুর প্রান্তে শুকনো প্লাবনে
অভিমানে পোড়া অস্থিমজ্জা।
স্রোতের টানে কূলহারা আত্মা
ডুবন্ত মনে ব্যর্থ মিলনের সেতু নির্মাণ,
স্বার্থ সিদ্ধির বিধ্বস্ত মিছিলে
উচ্ছ্বাস আবেগের শ্লোগান।
বিষাদে ভোরে ওঠে এক পৃথিবী
অভিনয়ের ভালোবাসায় খেলনি,
অশ্রুগঙ্গা ভুবন জুড়ে
বাহুডোরে তোমার প্রিয়া করুণ অভিমানে।
কারাগারে বন্দী শঙ্খচিল
নিস্তব্ধ আঁধারে ঢাকা চারিদিক,
ছিলনা সেখানে কোন ঝিঝি পোকার ডাক
কোন লক্ষী-প্যাঁচার শব্দ রাজ।
মনুষ্যত্ব মহা চিত্তে
নিষিদ্ধ পল্লীর ক্রন্দন
সাদা রঙের প্রলেপ মেখে
ছুঁয়ে ফেলে দেহের দাসত্ব।
আপনার মতামত লিখুন :