AlokitoBangla
  • ঢাকা সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১১ আশ্বিন ১৪২৯
কবিতা

ভাবগীতি


FavIcon
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০৮:১৭ পিএম
ভাবগীতি
ভাবগীতি

এসো মন নামাজ পড়ি
এসো মন সালাত কায়েম করি।।
যে সালাত নিবে পার করে পুলসিরাত-
এসো মন তুলি দুই হাত
এসো মন চাইযে নাজাত...
ওরে ও মন তুমি ছাড়োনা ঐ পাপের পথ-
এসো আজি মুক্ত দিলে করি ন্যায়ের শফথ।।
মুক্তি পেতে গোনাহ থেকে এসো করি মোনাজাত-
এসো মন তুলি দুই হাত
এসো মন চাইযে নাজাত...
শোন ওরে আমার মন এ মন ন্যায়েরি পথে-
গরীর দুঃখী মজলুমদের ভালোবেসে চলতে হবে সাথে।।
সরল সঠিক পথে চলো মন পরিহার করে হিংসা বিবাদ-
এসো মন তুলি দুই হাত
এসো মন চাইযে নাজাত
এসো মন নামাজ পড়ি
এসো মন সালাত কায়েম করি।।
যে সালাত নিবে পার করে পুলসিরাত-
এসো মন তুলি দুই হাত
এসো মন চাইযে নাজাত

 

 

Side banner