AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
banner
কবিতা

চেতনায় স্বাধীনতা


FavIcon
কবি,রুমি রহমান:
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৮:৩৭ পিএম
চেতনায় স্বাধীনতা
চেতনায় স্বাধীনতা

চেতনায় যে স্বাধীনতা,বিজয় মাসের সন্ধি।

লক্ষ প্রাণের আত্নত্যাগে,মুক্ত দেশের মাটি।

যে চেতনায় দিলে আমার,দেশের মাটি উপহার।

চেতনা কি করছি লালন,প্রশ্ন জাগে হাজার।

বিজয় মাসে তুমি বন্দি,কথার আজব খেলায়।

স্বাধীন সত্তা বিভাজনে,বাঙ্গালিত্ত্ব অপমান।

স্বাধীনতা তুমি যে আজ,পথ হারা পথিক।

দেশের ভাণ্ড শুন্য করে,বিলাত করে বাড়ি।

কোন চেতনায় তুমি হলে,আমার দেশের মানুষ।

ভ্রষ্ট নীতি করে ধারণ,দুনীতিতে সাবাস।

রক্তের সাথে বেইমানীতে,স্বার্থ করে লালন।

তোমার মুখে মানায় নীতি,অন্ধ করে আপন।

দেশ প্রেমের নাটক করে,নেতা সেজে বসে।

ভক্ষণ করে দেশের টাকা,বিদেশ পাচার করে।

এই বাঙ্গালির জাতি সত্ত্বা,তোমার রক্তে আছে।

বিশ্বাস আমার ঠুকো হয় যে,বাঙ্গালি যে হলে।

খবর পড়ে যখন দেখি,সবাই তোমার পিছে।

কোন মা তোমার জন্ম দিয়ে,এমন পাপ করে।

সোনার দেশে মাটি পুড়ে,হিংস্র পশু হয়ে।

ধন্য ভাণ্ড শুন্য করে,বিলাসিতার মজে।

বেগম পাড়ার তোমার সন্তান,কেমনে মানুষ হবে।

স্বাধীনতা  কথায় কথায়,পরাধীনতা  ভাজে।

চেতনায় যে স্বাধীনতা,ফিরে আসবে কবে।

বজ্র কন্ঠে আবার ডাকবে,শুদ্ধিকরণ করবে।

 

 

Banner
Side banner
Side banner