AlokitoBangla
  • ঢাকা বুধবার, ০৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

দীর্ঘদিন পর সরাসরি সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী


FavIcon
আলোকিত বাংলা ডেস্ক:
প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৬:২৮ পিএম
দীর্ঘদিন পর সরাসরি সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিন পর সরাসরি সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন পর সরাসরি সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বরাবরের মতোই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।আগামী শনিবার সকালে পদ্মা নদীর ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করবেন শেখ হাসিনা। সেদিন উৎসব হবে সারা দেশে।  এদিকে টানা বৃষ্টি আর প্রবণ বর্ষণে সিলেট, সুনামঞ্জসহ দেশের বেশ কিছু এলাকায় চলছে বন্যা। বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে মঙ্গলবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতি সচক্ষে দেখে এসে পর দিন সংবাদ সম্মেলন করবেন তিনি।

Side banner