AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

রমজানে সরকারি অফিস সময় ঘোষণা:মন্ত্রিপরিষদ সচিব


FavIcon
আলোকিত বাংলা,প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৯:১৩ পিএম
রমজানে সরকারি অফিস সময় ঘোষণা:মন্ত্রিপরিষদ সচিব
রমজানে সরকারি অফিস সময় ঘোষণা:মন্ত্রিপরিষদ সচিব

অন্যান্য বছরের মতো এবারো রমজান মাসে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য আলাদা অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অফিস সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘোষিত সূচি অনুসারে, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

 

Banner
Side banner
Side banner