কিছু শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা আমাদের ডিএমপি কমিশনারকে জানিয়েছি যে তারা সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশের অনুমতি পাবে।
তবে তাদের ‘বিএনপি) কোনো সহিংসতায় লিপ্ত হওয়া উচিত নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা তাদের বাধা দেইনি এবং তারা (বিএনপি) সারা দেশে তাদের কর্মসূচি পালন করছে।
আপনার মতামত লিখুন :