AlokitoBangla
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
banner

সরকার গোঁজামিল দিয়ে দেশ চালাচ্ছে : জিএম কাদের


FavIcon
আলোকিত বাংলা ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৮:৪২ পিএম
সরকার গোঁজামিল দিয়ে দেশ চালাচ্ছে : জিএম কাদের
সরকার গোঁজামিল দিয়ে দেশ চালাচ্ছে : জিএম কাদের

সরকার গুজামিল দিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, সরকার গোঁজামিল দিয়ে দেশ পরিচালনা করছে। দেশ দেওলিয়া হয়ে গেছে। দেশ শ্রীলঙ্কা হওয়ার আশঙ্কা আছে, কারণ শ্রীলঙ্কা যে কাজ করেছে বাংলাদেশও তা করছে।

শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, সেটা হলো বড় প্রকল্পের জন্য যে লোন নেয়া হয়েছে তা অনেক বেশি। বড় লোন নিয়ে শ্রীলঙ্কা দিতে পারে নাই। যার জন্য শ্রীলঙ্কা দেওলিয়া হয়ে গেছে। বাংলাদেশের বড় প্রকল্পে যে বিনিয়োগ করা হয়েছে তা অনেকগুণ বেশি। কয়েকদফা সময় বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারছে না। ফলে রির্জাভ থেকে লোনের টাকা দিতে হচ্ছে।

তিনি আরো বলেন, সরকার প্রশাসনসহ বিভিন্ন দফতরকে দলীয় অঙ্গ-সংগঠন বানিয়ে ফেলেছে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু।

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: আলমগীর কবির মজুমদার।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ১০ উপজেলা এবং ৪ পৌরসভার শীর্ষ নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে এয়ার আহমেদ সেলিমকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে উবায়দুল কবির মোহন এর নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

 

Banner
Side banner
Side banner