জাপানে কর্মি পাঠাতে প্রতিনিধিত্ব পেল গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার
গত শনিবার(২৫/০৬/২২ইং) মহাখালিতে জাপানে কর্মি পাঠানোর জন্য এক নিয়োগ পত্র দানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লি: ও গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বর্তমান জাপানে কর্মি পাঠানোর বিষয় বক্তব্য রাখেন। বক্তারা বলেন- মানব সম্পদ রপ্তানীতে রিক্রুটিং এজেন্সিগুলো ভূমিকা রাখবে