AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

নটরডেম কলেজের সামনে বিএনপিকর্মীকে পেটালো আ’লীগ কর্মীরা


FavIcon
আলোকিত বাংলা,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০৮:৪২ পিএম
নটরডেম কলেজের সামনে বিএনপিকর্মীকে পেটালো আ’লীগ কর্মীরা
নটরডেম কলেজের সামনে বিএনপিকর্মীকে পেটালো আ’লীগ কর্মীরা

রাজধানীর মতিঝিলে বিএনপির এক কর্মীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (২৮)।

তার সহকর্মী বাবু গাজী অভিযোগ করেন, সমাবেশে আসার সময় আওয়ামী লীগ কর্মীরা তাদের ওপর লাঠি নিয়ে হামলা করেন। এতে গুরুতর আহত হন আনোয়ার। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে নটরডেম কলেজের সামনে এই ঘটনা ঘটে।

আহতকে হাসপাতালে নিয়ে যান বাবু গাজী। তিনি বলেন, আমরা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিএনপির সমাবেশে যোগ দিতে যাই। পরে নটরডেম কলেজের সামনে আসামাত্রই আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের লাঠিসোটা দিয়ে আঘাত করে। এ ঘটনায় আনোয়ার হোসেন গুরুতর আহত হলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান তার চিকিৎসা চলছে। আহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিঝিলের নটরডেম কলেজের সামনে থেকে বিএনপির এক কর্মী আহত হয়ে এসেছেন। তার অবস্থা গুরুতর। তার শরীরে লাঠির আঘাতে জখমের চিহ্ন দেখা গেছে।

Banner
Side banner
Side banner