বিএনপি নেতা-কর্মীদের সাথে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অন্তত ৯০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো: ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
আহতদের মধ্যে পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এসএম মেহেদী হাসান ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ চিকিৎসাধীন রয়েছেন।
ফারুক জানান, শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর প্রবেশপথ গাবতলী, আব্দুল্লাহপুর, ধোলাইখাল, উত্তরা ও মাতুয়াইলে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সব সড়কে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা।
যান চলাচল সচল ও জনদুর্ভোগ লাঘব করতে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলা চালায়। রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
অনেক জায়গায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় অবৈধ সমাবেশ থেকে ৯০ জনকে আটক করা হয়।
এদিকে গতকাল শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শনিবারের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
এছাড়া আগামী সাধারণ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে আসছেন তারা।
সূত্র : ইউএনবি
আপনার মতামত লিখুন :