রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বাসে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ২টা ২৫-এর দিকে আগুনের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণে কাজ করছে।
আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :