রাজধানীর উত্তরায় পায়ুপথে পেটের ভেতর ইয়াবা বহনকারী দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতকাল সোমবার উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকা থেকে জান্নাতুল ফেরদৌস ববি (২০) ও পায়েল (১২) নামের দুজনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পরে থানায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা উভয়ে এলোমেলো কথাবার্তা বলতে শুরু করে। বিষয়টি সন্দেহ হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের পেটের মধ্যে পলিথিন ও কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট রয়েছে।
এডিসি মির্জা সালাউদ্দিন বলেন, আসামি জান্নাতুল ফেরদৌস ববি ও শিশু পায়েলকে (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে তাদের পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট আছে বলে নিশ্চিত হন। পরে ওষুধ প্রয়োগে পায়ুপথের মাধ্যমে ওই দুই আসামির পেট থেকে আলাদা অবস্থায় থাকা ৫৫ পোটলায় সর্বমোট ১৫০০ পিস ইয়াবা জব্দ করেছে ঢামেকে নিয়োজিত এসআই মো. জারমান আলী।
জানা গেছে, জব্দকৃতে এসব ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, আসামিরা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই এসব ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে পায়ুপথে পেটের ভেতর প্রবেশ করিয়ে বিমানযোগে ঢাকায় এনে কেনাবেচা করতো।
অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম।
আপনার মতামত লিখুন :