AlokitoBangla
  • ঢাকা শনিবার, ২৮ মে, ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯

নিত্যপণ্যের দাম না কমলে সচিবালয় ঘেরাও : নুর


FavIcon
আলোকিত বাংলা,প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৯:৩০ পিএম
নিত্যপণ্যের দাম না কমলে সচিবালয় ঘেরাও : নুর
নিত্যপণ্যের দাম না কমলে সচিবালয় ঘেরাও : নুর

গত ১৩ বছরে সরকার দেশকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে মন্তব্য করে গণ-অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশ এখন আইসিইউতে রয়েছে। দেশের সব জিনিসপত্রের দাম বাড়ছে। মানুষ অনেক কষ্টে আছে।আজ শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।জনগণকে উদ্দেশ করে নুর বলেন, সংসদের ৬২ শতাংশ এমপি ব্যবসায়ী। তারা ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে তারা জড়িত। আমরা দেখেছি মানুষ যেখানে খেতে পারে না সেখানে সরকার উন্নয়নের প্রচার করার জন্য জেলায় জেলায় এলইডি বোর্ড স্থাপন করছে। এই সরকার এত দিন ক্ষমতায় থাকার পরও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি।সরকারের এমপি-মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, সময় থাকতে ভালো হয়ে যান। সরকার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমায় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি সচিবালয় ঘেরাও।গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, আমরা চাই না বাংলাদেশের অর্থনীতির অবস্থা শ্রীলঙ্কার মতো হোক। তবে এই অবৈধ সরকারের এমপি-মন্ত্রীদের উচিত শ্রীলঙ্কার এমপি-মন্ত্রীদের মতো অবস্থা হওয়ার আগেই পদত্যাগ করুক। সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এতে সরকার ভয়ে আছে। ফলে সরকার চাইবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিরোধী ঐক্যকে ভাঙতে।বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের উপস্থাপনায় আরো বক্তব্য দেন গণ-অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসন, মাহফুজুর রহমান, সোহরাব হাসান, সাদ্দাম হোসেন, হানিফ খান সজিব, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, সাইফুল্লাহ হায়দার, মশিউর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র-অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ, গণ-অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার কেন্দ্রীয় নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন তিনশতাধিক নেতাকর্মী।

 

 

Side banner