AlokitoBangla
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
banner

যুবদলের মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১০:০৫ পিএম
যুবদলের মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
যুবদলের মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। বিএনপির ছাত্র সংগঠনটি রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার বিকালে মৎস্য ভবন থেকে মিছিল বের করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদলের সাধারণ সম্পাদক মুন্নার মুক্তির দাবি জানান।

এর আগে মুন্নাকে গ্রেফতার করে শাহজাহানপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। মুন্না সব মামলায় জামিনে ছিলেন।

অন্যদিকে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে একই সময়ে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরকে গোয়েন্দা পুলিশ আটক করে বলে তার গাড়িচালক সোহেল জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

Banner
Side banner
Side banner