AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
banner

সাইন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, রবিউল আটক


FavIcon
আলোকিত বাংলা,প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৭:৪৩ পিএম
সাইন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, রবিউল আটক
সাইন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, রবিউল আটক

বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমসহ কয়েকজনকে আটকের পর রাজধানীর সাইন্সল্যাব মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রার শেষের দিকে সাইন্সল্যাব মোড় থেকে ওই নেতাকর্মীদের আটক করে পুলিশ।

এরপরই পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ বেলা ৩টার পরদিকে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

 

Banner
Side banner
Side banner