AlokitoBangla
  • ঢাকা সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩১ শ্রাবণ ১৪২৯

দেশে চাঁদ দেখা গেছে, ২১ জুলাই ঈদুল আজহা


FavIcon
আলোকিত বাংলা ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৯:০৭ পিএম
দেশে চাঁদ দেখা গেছে, ২১ জুলাই ঈদুল আজহা
দেশে চাঁদ দেখা গেছে, ২১ জুলাই ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন তথা কুরবানি অনুষ্ঠিত হবে।রোববার সন্ধ্যায় ফেনীর আকাশে ১৪৪২ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) গোলাম জাকারিয়া।এ দিকে রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশে ২১ জুলাই ঈদুর আজহা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।পরে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। আগামী ২১ জুলাই, বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি। সভায় উপস্থিত ছিলেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো: ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো: শাহেনূর মিয়া, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মুহ: আছাদুর রহমান, ঢাকা জেলার এডিসি মো: ইলিয়াস মেহেদী, মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো: আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, রোববার ২৯ জিলকদ ১৪৪২ হিজরি, সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে ২১ জুলাই সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


 

 

Side banner